হ্রদের বুকে শাপলার রাজ্য
পাহাড়ের ফাঁকে নীল জলরাশি। তাতে ফুটে আছে সারি সারি শাপলা। কিছু লাল, কিছু সাদা। নীল জলরাশিতে দুই রঙা এই শাপলার দল গোটা এলাকাকেই করে তুলেছে মোহনীয়। সৌন্দর্যপিপাসু পর্যটকদের দৃষ্টিও স্বাভাবিকভাবেই কেড়ে নিয়েছে সেই শাপলার দল। তাই রাঙামাটি জেলার দুর্গম উপজেলা জুরাছড়ির শাপলা বিলে ভিড় জমাচ্ছেন…